অভিভাবকদের জন্য তথ্য

অভিভাবকের জ্ঞাতব্য


  • ১. প্রত্যেক অভিভাবকের মাসে ১ বার হলেও কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ জরুরি।
  • ২. প্রত্যেক অভিভাবককে মাসিক প্রদেয় প্রতি ইংরেজি মাসের ৭ তারিখের মধ্যে অবশ্যই প্রদান করতে হবে।
  • ৩. কোনো ছাত্র কোনো মাসের কিছুদিন বা অধিকাংশ দিন অনুপস্থিত থাকলে এর জন্য মাসিক প্রদেয় থেকে কোনো টাকা ফেরত দেয়া হয় না।
  • ৪. উল্লেখিত মাসিক প্রদেয় খাবার, আবাসিক চার্জ ও বেতন বাবদ নেয়া অর্থের বাইরের যে কোনো খরচ অভিভাবককে বহন করতে হবে।
  • ৫. বিশেষ কোনো সমস্যা না থাকলে আর্থিক লেনদেন অভিভাবককেই করতে হবে।
  • ৬.ভর্তির পর তা বাতিল করতে চাইলে ভর্তিসংক্রান্ত কোনো টাকা ফেরত দেয়া হবে না।
  • ৭.মাদরাসা কর্তৃপক্ষ ছাত্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, তা সত্ত্বেও কোনো ছাত্র পালালে কিংবা কোনো দুর্ঘটনায় পড়লে কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না।
  • ৮.মাসিক প্রদেয় প্রদান ১৪ তারিখ পর্যন্ত বিলম্ব হলে ১৫ তারিখ থেকে ডাইনিং মিল বন্ধ থাকবে, অনাবাসিকদের ক্ষেত্রে ক্লাসে বসার সুযোগ স্থগিত হবে।