উত্তরা ১৩ নং সেক্টরে দারুল আজহার মডেল মাদ্রাসা
Sohel Al Mamun 02 October 2022 Last Updated : 10:57 AM 02 October 2022
উত্তরা ১৩ নং সেক্টরে দারুল আজহার মডেল মাদ্রাসা মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে ডিজিটাল ক্যাম্পাসের কার্যক্রম শুরু
দাজ্জালের ফেতনার আশংকার এই যুগে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে, দুশ্চিন্তা মুক্ত অভিভাবকত্ব গ্রহণ করছে দারুল আজহার মডেল মাদ্রাসা।
নিশ্চিন্ত মনে আমাদের হাতে তুলে দিতে পারেন প্রিয় কলিজার টুকরো সন্তানটিকে। দ্বীনের পরিপূর্ণ জ্ঞানের পাশাপাশি, জাগতিক শিক্ষায় সর্বোচ্চ জ্ঞান আহরণের এক সুদৃড় সংকল্প নিয়ে দীর্ঘ 15 বছর হাটি হাটি পা পা করে দেশের প্রায় 15 টি ক্যাম্পাস অত্যন্ত সুনামের সাথে জ্ঞান বিতরণ করে যাচ্ছে।
আজ এ পথে নতুন সংযুক্ত হলো দারুল আজহার মডেল মাদ্রাসা মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে উত্তরা ১৩ নং সেক্টরে ডিজিটাল ক্যাম্পাস। ৭ তলা বিশিষ্ট সুবিশাল ভবন, নান্দনিক ও সুসজ্জিত প্রতিটি ক্লাস।
স্বাগতম আপনাকে। আপনার সন্তানের সম্পূর্ণ অভিভাবকত্ব গ্রহণে আমরা আছি সদা প্রস্ত। নিশ্চিন্ত মনে আমাদের হাতে তুলে দিতে পারেন হৃদয়ের ময়না পাখিটিকে। ভরসা রাখছি সেই মহান প্রভুর কাছে। যিনি সৃষ্টি করেছেন কুল-কায়েনাত। লাউহে মাহফুজ থেকে অবতরণকৃত ঐশী জ্ঞান যেন আহরণ করতে পারে আমাদের প্রিয় সন্তানরা । সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।
অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার,
ম্যানেজিং ট্রাস্টি ও ফাউন্ডার
দারুল আজহার মডেল মাদরাসা।
Last Updated : 10:57 AM 02 October 2022