শিক্ষা ব্যবস্থা

  1. শিশু শ্রেণী (নাজেরা) শিক্ষাকাল ১বছর+
  2. প্রাইমারী (হিফয বিভাগসহ) শিক্ষাকাল ৫ বছর
  3. মাধ্যমিক বিভাগ- শিক্ষাকাল ৫ বছর
  4. উচ্চমাধ্যমিক বিভাগ (আলিম) ২ বছর
  5. গার্লস বিভাগ-প্লে- নবম ১০ বছর
  6. হিফযুল কুরআন বিভাগ – শিক্ষাকাল ৩ বছর পাঠ্যক্রম

পৃথিবীর খ্যাতনামা ইসলামী শিক্ষায়তনগুলোর পাঠ্যক্রম এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্য বিধান করে আন্তর্জাতিক মানে এর সিলেবাস তৈরী করা হয়েছে।

জ্ঞানের শাখা প্রশাখাগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: (১) ধর্মবিজ্ঞান (২) মানব বিজ্ঞান (৩) প্রকৃতি বিজ্ঞান। এ শাখাগুলোর সবই ধর্মবিজ্ঞানের মাধ্যমে জ্ঞানের প্রকৃত উৎস আল্লাহ পাকের সাথে সম্পর্কিত । যা নিম্নবর্ণিত আকারে বুঝা যায়

আল্লাহ পাক ধর্ম বিজ্ঞান মানুষ মানব বিজ্ঞান প্রকৃতি বিজ্ঞান অন্যান্য মানুষ প্রকৃতি

(১) ধর্মবিজ্ঞান (জবষরমরড়ঁং ঝপরবহপব) : তাফসীরুল কুরআন, হাদীস, ফিকহ, উসূলে ফিকাহ, আরবী সাহিত্য, আরবী কথোপকথন, আক্বী-দা, বালাগাহ, ইসলামী সংস্কৃতি ও দর্শন।

(২) মানব বিজ্ঞান (ঐঁসধহ ঝপরবহপব) : বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি ও সমাজ বিজ্ঞান।

(৩) প্রকৃতি বিজ্ঞান: (ঘধঃঁৎধষ ঝপরবহপব) : গণিত, রসায়ন, বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, কম্পিউটার ও স্বাস্থ্য বিজ্ঞান ইত্যাদি।

আবাসিক ছাত্ররা ২৪ ঘন্টাই শিক্ষকগণের নিয়ন্ত্রণে ও পর্যবেক্ষণে থাকে।

ডে-কেয়ার ছাত্ররা সকাল ৮:০০ থেকে রাত ৯:০০ পর্যন্ত।

শিক্ষাবর্ষঃ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত।

বছরে ৩টি সেমিস্টার । প্রত্যেক সেমিস্টার শেষে পরীক্ষা নেয়া হয় এবং ফলাফল অভিভাবকদের কাছে পাঠানো হয়।

ছুটিঃ

(ক) ঈদুল ফিতর ১২দিন

(খ) ঈদুল আযহা ১২ দিন

(গ) ১ম সেমিস্টার শেষে ৮ দিন

(ঘ) ২য় সেমিস্টার মধ্যকালীন ৮ দিন

(ঙ) এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক দিবসে জেনারেল ক্লাস বন্ধ থাকবে।

৪. ধর্মবিজ্ঞানের বিষয়সমূহ সরাসরি আরবী মিডিয়ামে পড়ানো হয়।

৫. ইংলিশ বিষয়সমূহ সরাসরি ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়।

৬. প্রত্যহ পর্যাপ্ত শরীরচর্চা (পি. টি.) করানো হয় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলাধূলার সুযোগ দেয়া হয়।

৭. শিক্ষক প্রশিক্ষণ ঃ শিক্ষার্থীদেরকে যথোপযুক্ত পাঠদানের স্বার্থে প্রতি মাসে একবার শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৮. কোর্স নির্দেশক ঃ দক্ষ ও অভিজ্ঞ ভিজিটিং টিচারগণ প্রতিটি বিষয়ের কোর্সের তত্ত্বাবধান করেন। ভর্তির সময় ও নিয়মাবলীঃ

(ক) ১লা ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে ছাত্র ভর্তি করা হয়। তবে আলোচনাসাপেক্ষে বৎসরের অন্যান্য সময়ে ও ভর্তির ব্যবস্থা হতে পারে।

(খ) প্রাইমারী বিভাগে ভর্তির জন্য ছাত্রের বয়স কমপক্ষে ৪ বৎসর হতে হবে।

(গ) মাধ্যমিক বিভাগে ভর্তি হতে হলে (হিফয, বাংলা, ইংরেজি, আরবী ও অংক) ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে।

(ঘ) ভর্তির সময় ছাত্রের বয়স, মেধা, আর্থিক সঙ্গতি ও স্বাস্থ্য যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচিত হবে।