পরিবর্তনশীল পৃথিবীতে নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যখন বিশ্বব্যাপী চলছে তুমুল প্রতিযোগিতা তখন সে পথে নিজেদেরকে যথাযোগ্যরূপে গড়ে না তুললে জি অধিকার, মর্যাদা এবং ঈমান ও আক্বীদা নিয়ে সমাজে টিকে থাকা সম্ভব হবে না। তাই জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসহ জাগতিক বিদ্যায় দক্ষতা অর্জনের পাশাপাশি দ্বীন শিক্ষা, নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষ অর্জন সময়ের অপরিহার্য দাবি। সে দাবি পূরণে দেশ ও জাতির কল্যাণের জন্য সর্বস্তরের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি গঠনের মতো সার্বজনীন কোনো শিক্ষা কার্যক্রম আমাদের দেশে নেই বললেই চলে। সে শূন্যতা পূরণের প্রয়োজনীতা অনুভব করেই দারুল এক নজরে দারুল আজহারআজহার মডেল মাদরাসা স্থাপন করা হয়েছে।