মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে থাকা এবং রুচিসম্মত খাবারের ব্যবস্থা এতে বর্তমান। এখানে বিত্তবান লোকদের ছেলে-মেয়েরা ও আগ্রহের সাথে পড়ালেখা করতে পারে।
বার | ফজরের পর | সকাল [৭.৪৫টা] | টিফিন [১১.১৫টা] | দুপুর [১.৪৫টা] | বিকাল [মাগরিবের পূর্বে] | রাত [এশার পর] |
---|---|---|---|---|---|---|
শনিবার | ড্রাই কেক | খিচুড়ি+ডিম (হাফ) | বিস্কুট | মাছ+ভাত+ডাল | ছোলাভাজি+মুড়ি | মুড়িঘন্ট+ভাত+ভর্তা |
রবিবার | টোস্ট | সবজি,ভাত,ডাল | পাউরুটি,কলা | মুরগী+ভাত+ডাল | বিস্কুট | ছোটমাছ+ভাত+ডাল |
সোমবার | বিস্কুট | রুটি+ভাজি | ড্রাই কেক | মাছ+ভাত+সবজি/ভর্তা | নুডুল্স/মৌসুমী ফল | ডিম+ভাত+ডাল |
মঙ্গলবার | ড্রাই কেক | মুরগী+সবজি খিচুড়ী | শিঙাড়া/ সমুচা | মোরগ পোলাউ+সালাদ | প্লেইন কেক | সবজি,ভাত,ভর্তা |
বুুধবার | মুড়ি+চানাচুর | ভর্তা, ভাজি, ভাত | প্লেইন কেক | ডিম+ভাত+শাক+ডাল | ছোলাভাজি+মুড়ি | মুড়িঘন্ট+ভাত+ভর্তা |
বৃহস্পতি | বিস্কুট | পাউরুটি, কলা, হালুয়া | বিস্কুট | গরুর গোশত+ভাত, ডাল+সালাদ | সেমাই | ভাজি+ভাত, ভর্তা+ডাল |
শুক্রবার | টোস্ট+চা | ভূনা খিচুড়ি, সালাদ | টিফিন ব্রেড | মাছ+ভাত+ডাল | মুড়ি+চানাচুর | সবজি+ভাত+ভর্তা |
আসবাবপত্র | সংখ্যা |
---|---|
০১. সেলোয়ারসহ এরাবিয়ান সাদা জুববা | ১টি |
০২. মাদরাসার নির্ধারিত ইউনিফর্ম সেট | ২টি |
০৩. লঙ্গি | |
০৪. গামছা | ১টি |
০৫. টুপি | ২টি |
০৬. বিছানার চাদর | ২টি |
০৭. ট্রাকসুট/পিটি ড্রেস | ১টি |
০৮. মশারি [দৈর্ঘ্য ৫ফিট-৬ইঞ্চি প্রস্থ ২ফিট ৬ ইঞ্চি উচ্চতা ৩ ফিট ৫ইঞ্চি] | ১টি |
০৯. তোষক দৈর্ঘ্য ৫ফিট-৬ইঞ্চি, প্রস্থ ২.৫ ইঞ্চি | ১টি |
১০. লেপ দৈর্ঘ্য ৪.৫ হাত, প্রস্থ ২.৫হাত | ১টি |
১১. বালিশ | ১টি |
১২. নেইল কাটার | ১টি |
১৩. ক্লীপবোর্ড | ১টি |
১৪. প্রয়োজনবোধে ছোট্ট ফ্লাস্ক | ১টি |
১৫. পিটি সু | ১জোড়া |
* মাদরাসা কর্তৃপক্ষের অনুনমোদিত (খিলাফে সুন্নত) কোনো পোশাকই গ্রহণযোগ্য নয়।
* ছাত্ররা নিজ জিম্মায় নগদ কোনো অর্থ রাখতে পারবে না। তবে পকেট খরচ হিসাবে অনূর্ধ ৫০০/- পাঁচশত টাকা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে রাখতে পারবে। এই কানুনের বিপরীত নিজ জিম্মায় টাকা রাখা শৃঙ্খলা বিরোধী বলে গণ্য হবে।
* ছাত্রের প্রাপ্য কিংবা প্রেরিত চিঠিপত্র কর্তৃপক্ষের সেন্সর করার অধিকার সংরক্ষিত।
* কোনো বিশেষ কারণে ছুটি গ্রহণ করতে হলে অভিভাবকদের পক্ষ থেকে ছুটির আবেদন শিক্ষা দপতরে জমা দিতে হবে।
*ছাত্রদের যার যার নির্ধারিত স্থানেই রাতে শয়ন করতে হবে। কর্তৃ পক্ষের অনুমতি ছাড়া নির্দিষ্ট স্থান ত্যাগ করা যাবে না।
* কোনো ছাত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না।
* যে কোনো ছাত্রকে মাদরাসা ক্যাম্পাস ত্যাগ করার সময় ( যে কোনো ছুটিতে) অভ্যর্থনাকক্ষে স‘আউট গোয়িং’ রেজিস্টারে নাম লিপিবদ্ধ করতে হবে এবং ক্যাম্পাসে প্রবেশের সময় ‘ইনকামিং’ রেজিস্টারে স্বাক্ষর করতে হবে।