নিয়মাবলী

* মাদরাসা কর্তৃপক্ষের অনুনমোদিত (খিলাফে সুন্নত) কোনো পোশাকই গ্রহণযোগ্য নয়।

* ছাত্ররা নিজ জিম্মায় নগদ কোনো অর্থ রাখতে পারবে না। তবে পকেট খরচ হিসাবে অনূর্ধ ৫০০/- পাঁচশত টাকা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে রাখতে পারবে। এই কানুনের বিপরীত নিজ জিম্মায় টাকা রাখা শৃঙ্খলা বিরোধী বলে গণ্য হবে।

* ছাত্রের প্রাপ্য কিংবা প্রেরিত চিঠিপত্র কর্তৃপক্ষের সেন্সর করার অধিকার সংরক্ষিত।

* কোনো বিশেষ কারণে ছুটি গ্রহণ করতে হলে অভিভাবকদের পক্ষ থেকে ছুটির আবেদন শিক্ষা দপতরে জমা দিতে হবে।

* ছাত্রদের যার যার নির্ধারিত স্থানেই রাতে শয়ন করতে হবে। কর্তৃ পক্ষের অনুমতি ছাড়া নির্দিষ্ট স্থান ত্যাগ করা যাবে না।

* কোনো ছাত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না।

* যে কোনো ছাত্রকে মাদরাসা ক্যাম্পাস ত্যাগ করার সময় ( যে কোনো ছুটিতে) অভ্যর্থনাকক্ষে স‘আউট গোয়িং’ রেজিস্টারে নাম লিপিবদ্ধ করতে হবে এবং ক্যাম্পাসে প্রবেশের সময় ‘ইনকামিং’ রেজিস্টারে স্বাক্ষর করতে হবে।

ইলম অন্বেষণ একটি বড় মর্যাদার বিষয়। প্রতিটি ছাত্রকে এই মর্যাদা অর্জনের যোগ্যতা অর্জন করতে হবে। সেজন্য-

১.মাদরাসার সকল নিয়ম-কানুন, ব্যবস্থাপনা, মুহতারাম শিক্ষকবৃন্দের সকল আদেশ-নিষেধ সর্বতোভাবে মেনে নিতে হবে।

২. চুল, দাড়ি, গোঁফ এবং পোশাকের বিষয় পুরোপুরি সুন্নতের অনুসরণ করতে হবে।

৩. কোন ধরনের রাজনীতি, সংগঠন, সমিতি, সমবায় ইত্যাদির সঙ্গে কোনোরূপ সংশ্লিষ্টতা সম্পূর্ণ নিষিদ্ধ।

১. শুক্রবার সকাল ৮.৩০মিনিট থেকে ১১টা পর্যন্ত এবং আছরের পর থেকে মাগরিব পর্যন্ত।

২. জরুরী প্রয়োজনে যে কোনদিন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত ফোনে যোগাযোগ করা যাবে।

৩. কোন অভিভাবক কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাদ্রাসা ক্যাম্পাসে সরাসরি ছাত্রের সঙ্গে সাক্ষাৎ করলে তা প্রতিষ্ঠা-েনর ‘শৃঙ্খলা ভঙ্গ’ বলে বিবেচিত হবে।

৪. নির্ধারিত ছুটির সময় অভিভাবক নিজে এসে ছাত্রকে নিয়ে যাবেন এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই মাদরাসায় পৌঁছে দিতে হবে।

৫. কোনো কারণ বা যুক্তি প্রদর্শন ছাড়াই যে কোনো ছাত্রের ভর্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।

১. নতুন ছাত্রদের জন্য সপ্তাহে একদিন এবং তা শুক্রবার। বৃহস্পতিবার বাদ আছর নিয়ে যাবে এবং শুক্রবার মাগরিবের পূর্বে দিয়ে যাবে।

২. পুরাতন ছাত্রদের ( অর্থাৎ ভর্তির পর দু’মাস হয়েছে এমন) জন্য মাসে দু’দিন। বৃহস্পতিবার বাদ আসর নিয়ে যাবে এবং শুক্রবার মাগরিবের পূর্বে দিয়ে যাবে।

৩. ৪র্থ শ্রেণি থেকে উপরের ছাত্রদের জন্য মাদরাসার নিয়মিত ছুটি ছাড়া অন্য কোন ছুটি নিষিদ্ধ।

১. প্রত্যেক অভিভাবক তার সদ্যতোলা সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্ট্যাম্প সাইজ ফটো শিক্ষা বিভাগে জমা দিতে হবে।

২. কোনো অভিভাবক যদি নিজে ব্যতীত অন্য কাউকে তার ছেলে-মেয়েকে আনা নেয়া বা সাক্ষাতের জন্য দায়িত্ব দেন তবে তারও তিন কপি করে সত্যায়িত ছবি অভিভাবকের পক্ষ থেকে প্রত্যয়নপত্রসহ যা ( মাদরাসা থেকে সরবরাহ করা হবে ) শিক্ষা বিভাগে জমা দিতে হবে।

৩.প্রত্যেক অভিভাবক বা তার পক্ষ থেকে যে অভিভাবক হবে মাদরাসার পক্ষ থেকে তাকে পরিচয়পত্র প্রদান করা হবে। উক্ত পরিচয়পত্র ছাড়া ছাত্রের সাথে কোনো অভিভাবককে সাক্ষাৎ করতে দেয়া হবে না।

৪.পরিচয় পত্র ব্যতীত কোনো ব্যক্তিকে মাদরাসার প্রধান গেইট অতিক্রম করতে দেয়া হবে না। সাক্ষাতের জন্য একটি সাক্ষাৎ কার্ড মাদরাসার পক্ষ থেকে সরবরাহ করা হবে, সেটা অবশ্যই অভিভাবক সংগে নিয়ে আসবেন।

১. অভিভাবকদের বসার স্থানের সংকীর্ণতার কারণে যথাসম্ভব মহিলা অভিভাবক কম আসা-যাওয়া করাই শ্রেয়। একান্ত যাদের না আসলেই নয় মেহেরবানিপূর্বক সংখ্যা স্বল্প হওয়া কাম্য এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাক্ষাৎ শেষ করা বাঞ্ছনীয়।

২. সম্মানিত মহিলা অভিভাবকবৃন্দকে ইসলামী শরীয়াহ মোতাবেক পোশাক-পরিচ্ছদ সহকারে মাদরাসায় আসার প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

ছাত্রদের: নেভীব্লু কালার সেরওয়ানি ও সাদা সেলোয়ার, কালো জুতা, কালো মোজা ও সাদা গোল টুপি।

ছাত্রীদের: একই রঙের ফুল হাতা কামিজ, সাদা পায়জামা ও সাদা স্কার্ফ / ওড়না, কালো জুতা, কালো মুজা।